হোম > বিশ্ব > ভারত

কলকাতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘বিজয় দিবস’ উদ্‌যাপনে যোগ দিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানের মহড়া দিচ্ছে ভারতীয় সশস্ত্রবাহিনী। ছবি: পিটিআই

পশ্চিমবঙ্গের কলকাতায় ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর জয় স্মরণে এই অনুষ্ঠান আয়োজিত হবে। ভারতের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি প্রতিনিধিদল ১৬ ডিসেম্বর কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপনে যোগ দিতে পারে। আজ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা সূত্র এ তথ্য জানিয়েছে। এতে বাংলাদেশি মুক্তিযোদ্ধারাও অংশ নিতে পারেন বলে জানিয়েছে সূত্র।

প্রতিবছর বাংলাদেশের প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধারাও থাকেন। এ ছাড়া, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মরত কর্মকর্তারা ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপনে যোগ দেন। প্রতিরক্ষা সূত্র ১৬ ডিসেম্বরের উদ্‌যাপনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের সম্ভাবনার কথা জানালেও, প্রতিনিধিদলের আকার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ফোর্ট উইলিয়ামে অবস্থিত ভারতের ইস্টার্ন কমান্ড সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা উদ্‌যাপনে বিজয় দিবসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করবে।

হেডকোয়ার্টার্স ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল স্টাফ (এমজিজিএস) মেজর জেনারেল মোহিত শেঠ সম্প্রতি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। তিনি জানান, ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়া, ১৬ ডিসেম্বর কলকাতার মিলিটারি ট্রেনিং সেন্টারে ১৯৭১ সালের যুদ্ধের বীরদের অদম্য সাহসকে সম্মান জানাতে একটি সামরিক প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন