এক সময় থাকতেন বস্তির ঘিঞ্জি পরিবেশে। সেখান থেকে নিজের অদম্য চেষ্টায় আজ তিনি বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির ডিজাইন ম্যানেজার। বলা হচ্ছে, মাইক্রোসফটের প্রোডাক্ট ডিজাইন ম্যানেজার শাহীনা আতরওয়ালার কথা। যিনি শুধু অনুপ্রাণিত করেন না, তাঁর সংগ্রাম এবং দৃঢ়তা সকলের মনেই এক ইতিবাচক দিককে জাগিয়ে তোলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মাইক্রোসফটের একজন প্রোডাক্ট ডিজাইন ম্যানেজার শাহীনা আতরওয়ালা জানিয়েছেন একটি বস্তিতে তাঁর বেড়ে ওঠার অভিজ্ঞতা। টুইটারে তিনি বলেন, নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাড বয় বিলিয়নিয়ারস ইন্ডিয়া’-তে মুম্বাইয়ের একটি বস্তি দেখানো হয়। যেখানে আমি বড় হয়েছি। সেই সময় জীবন খুব কঠিন ছিল। লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছিল। সেখান থেকেই আমি জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।
অনলাইনে ভাইরাল হওয়া একটি টুইটার থ্রেডে কীভাবে এটি তাঁর জীবনকে রূপ দিয়েছিল সে সম্পর্কে কথা বলেছেন তিনি।
শাহীনা আতরওয়ালা স্কুলে প্রথমবার একটি কম্পিউটার দেখার পর থেকেই এর প্রতি আকর্ষণ বোধ করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করতাম যে কম্পিউটার একটি দুর্দান্ত জিনিস, যে কেউ এর সামনে বসে থাকলে তার জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে।
কিন্তু স্কুলের পরীক্ষায় রেজাল্ট খারাপ করায় তাঁকে কম্পিউটার ক্লাসে যোগ দেওয়ার পরিবর্তে সেলাইয়ের কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও তিনি প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন ত্যাগ করেননি।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নিজের ভাগ্য বদলে দৃঢ়প্রতিজ্ঞ এই স্কুলছাত্রীকে।
শাহীনা আতরওয়ালা বলেন, আমি প্রোগ্রামিং ছেড়ে দিয়ে ডিজাইনে ক্যারিয়ার গড়ার অপশন বেছে নিয়েছিলাম। কারণ ডিজাইন আমাকে বিশ্বাস করিয়েছে যে, এখানে সম্ভাবনা আছে এবং সবকিছু বদলে যেতে পারে। আর সেই পরিবর্তনের হাতিয়ার হল প্রযুক্তি।
এরই মধ্যে শাহীনার এই টুইটে লাইক পড়েছে কয়েক হাজার। ভাইরালও হয়েছে ভিডিওটি।