হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার

অনেক জল ঘোলার পর কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন রাজ্য সভাপতি ডি কে শিবকুমার। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। 

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী শনিবার (২০ মে) তাঁরা শপথ নেবেন বলে জানা গেছে। 

দক্ষিণ ভারতের কর্ণাটকে গত শনিবার (১৩ মে) বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে কংগ্রেস। ২২৪ আসনের বিধানসভায় এবার ১৩৫টি জিতেছে দলটি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। তবে দুই জ্যেষ্ঠ নেতা মুখ্যমন্ত্রীর পদ দাবি করায় বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা শুরু হয়। 

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলেও ভোটের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর পদ দাবি করেন শিবকুমার। এরই পরিপ্রেক্ষিতে দফায় দফায় আলোচনায় বসেন কংগ্রেস নেতারা। অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন বলে জানা গেল। 

এদিকে মুখ্যমন্ত্রিত্ব ঘিরে উত্তেজনার মধ্যেই কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শিবকুমার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্য কংগ্রেস সভাপতি হিসেবে তিনি ওই বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বেঙ্গালুরুর কুইন্স রোডে কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে ওই বৈঠক ডাকা হয়েছে। তবে ঠিক কী নিয়ে এই বৈঠক তা নিশ্চিত হওয়া যায়নি।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি