হোম > বিশ্ব > ভারত

লোকসভার পর পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার 

কলকাতা সংবাদদাতা 

লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভার উপনির্বাচনেও পশ্চিমবঙ্গে ব্যাপক সাফল্য পেল ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রতিটিতেই জয় পেয়েছে দলটি। এই বিধানসভা নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। 

গত এপ্রিল-মে মাসজুড়ে ভারতে ১৮তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৯টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছিল মাত্র ১২টি আসনে। তৃণমূল কংগ্রেস জয়ের সেই ধারা অব্যাহত রাখল বিধানসভার উপনির্বাচনেও। 

গত ১০ জুলাই পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা আসন—রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো আসনে বিধায়কদের মৃত্যু, আবার কোথাও বিধায়কদের ইস্তফার কারণে এই আসনগুলো ফাঁকা হয়। সে কারণেই এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সেই উপনির্বাচনের ভোট গণনা। 

কঠোর নিরাপত্তার মধ্যে আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। গণনা শেষে দেখা গেল—চারটি আসনেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। জয়ের পরেই রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, রং খেলায় মেতে ওঠেন তাঁরা। 

মানিকতলা আসনে তৃণমূল কংগ্রেসের সুপ্তি পাণ্ডে পরাজিত করেছেন বিজেপির প্রার্থী ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে। রানাঘাট (দক্ষিণ) আসনে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী পরাজিত করেছেন বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে। রায়গঞ্জ আসনে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী হারিয়েছেন বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষকে এবং বাগদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর পরাজিত করেছেন বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে। 

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা ছাড়া বাকি তিনটি আসনেই জিতেছিল বিজেপি। 

এ ছাড়া, পশ্চিমবঙ্গসহ সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলে দুপুর পর্যন্ত এগিয়ে আছে ইন্ডিয়া জোটের শরিকেরা। পশ্চিমবঙ্গের চারটিসহ দেশের বাকি ৯টি আসনের বেশির ভাগই কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে প্রার্থীরা এগিয়ে আছেন। এই উপনির্বাচনের ফলাফল বলে দিচ্ছে ইন্ডিয়া বিজেপির জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএর চেয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন