কলকাতা প্রতিনিধি
ভারতের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলে দেখা গেছে একাধিক বুথ ফেরত জরিপে। বিভিন্ন বুথ ফেরত জরিপ থেকে দেখা যাচ্ছে অন্তত ৩টি রাজ্যে স্পষ্টভাবে এগিয়ে থাকবে বিজেপি। বিজেপির এগিয়ে যাওয়ার পাল্লায় পিছিয়ে পড়েছে কংগ্রেস। পাঞ্জাব প্রদেশও এবার হাতছাড়া হতে চলেছে দলটির। এই প্রথমবারের মতো দিল্লির বাইরে এবার পাঞ্জাবে সরকার গড়তে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।
তবে ইতিহাসে ভোট পরবর্তী জরিপ ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে বহুবার। রাজনৈতিক দলগুলোও গুরুত্ব দিতে নারাজ জরিপের ফলাফলকে। বেশির ভাগ জরিপেই অবশ্য স্বীকার করা হয়েছে গতবারের তুলনায় এবার কঠিন পরীক্ষার মুখে পড়েছে বিজেপি।
এই নির্বাচনের ভোট গণনা করা হবে বৃহস্পতিবার।
সোমবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে এনডিটিভি সরাসরি সম্প্রচারিত ভোট পরবর্তী পোল থেকে জানা গেছে দেশটির উত্তরাখণ্ড, মণিপুর ও উত্তর প্রদেশে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির।
উত্তর প্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও দলটির আসন কমবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে থাকবে সমাজবাদী পার্টি। রাজ্যের ৪০২ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৪০ টির আশপাশে এবং সমাজবাদী পার্টির দখলে যেতে পারে ১৫০ বা তার কিছু বেশি আসন।
অপরদিকে উত্তরাখণ্ডে বর্তমানে বিজেপি ক্ষমতায় থাকলেও কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। তবে বুথ ফেরত জরিপগুলোর বরাত দিয়ে এনডিটিভি জানাচ্ছে এবারও সেখানে সরকার গঠন করবে বিজেপি।
দিল্লির বাইরে এবার কংগ্রেসকে পেছনে ফেলে পাঞ্জাবে সরকার গঠন করতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের এএপি। গোয়া ও মণিপুরে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আভাস থাকলেও জরিপ বলছে মণিপুরে অন্তত অর্ধেকের কাছাকাছি আসন পাবে বিজেপি। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপির নেতৃত্বেই জোট সরকার হওয়ার সম্ভাবনা প্রবল। গোয়ায় কংগ্রেস কিছুটা সুবিধা পেতে পারে।
তবে এই সমীক্ষাকে আমল দিতে নারাজ কংগ্রেস। দলটির নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতে, বারবার প্রমাণিত হয়েছে বুথ ফেরত সমীক্ষা ভুল। বৃহস্পতিবার ভোট গণনার পরই প্রকৃত চিত্র জানা যাবে।
সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, ‘উত্তর প্রদেশে হার নিশ্চিত বুঝেই বিজেপি নেতাদের রাতের ঘুম চলে গিয়েছে।’
বিজেপিও আমল দিচ্ছে না বুথ ফেরত জরিপকে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি জনগণকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। বিজেপি শাসিত ইউপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সমীক্ষা উড়িয়ে দিয়ে দাবি করেছেন, অনেক বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিজেপি।
তবে রাজনৈতিক বিশ্লেষকরাও স্মরণ করিয়ে দিচ্ছেন, বুথ ফের সমীক্ষা বহুবার ভুল প্রমাণিত হয়েছে ভারতে। তাই চূড়ান্ত ফলাফল পর্যন্ত অপেক্ষার করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।