হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, মিলল ‘অপমানজনক’ চিঠি 

অনলাইন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’ 

তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে। 

চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি। 

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

সেকশন