হোম > বিশ্ব > ভারত

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ 

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপল্লেতে একটি ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আহতদের স্থানীয় এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অন্ধ্রপ্রদেশের অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ‘অ্যাসেনশিয়া’ (Escientia) ওষুধের কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, কর্মীরা যখন মধ্যাহ্ন বিরতিতে খাওয়া-দাওয়া করছিলেন, সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ওই কারখানা থেকে আহত কর্মীদের নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স। পুরো এলাকা তখন ধূসর ধোঁয়ায় ছেয়ে গেছে। উদ্ধারকর্মীরাও এই ধোঁয়ার মাঝে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছিলেন। 

ঘটনার পর জেলা কালেক্টর বলেছেন, ‘ঘটনাটি চুল্লি বিস্ফোরণের কারণে ঘটেনি।’ কারখানা কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের কারণেই আগুন লেগেছে। কারখানাটির দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন। এই ঘটনা নিয়ে তিনি জেলা কালেক্টর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। 

আগুন নেভাতে ৬টি দমকল ইউনিট মোতায়েন করা হয় এবং উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়েছে। 

কালেক্টর জানান, কারখানার ভেতরে আটকে পড়া অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি