হোম > বিশ্ব > ভারত

ভারতে নতুন তিন আইন কার্যকর জুলাইয়ে, সমকামিতা–আত্মহত্যা আর নয় অপরাধ

অনলাইন ডেস্ক

তিনটি নতুন ফৌজদারি আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর করতে যাচ্ছে ভারত। আইন তিনটি ঔপনিবেশিক যুগের আইনকে প্রতিস্থাপন করবে বলে দেশটির সরকার আজ শনিবার ঘোষণা করেছে। এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

আইন তিনটি হলো—ভারতীয় ন্যায় সংহিতা (দ্বিতীয়), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (দ্বিতীয়), এবং ভারতীয় সাক্ষ্য বিল (দ্বিতীয়)। এসব আইন যথাক্রমে ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি, ১৯৭৩ সালের ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ১৮৭২ সালের ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে। 

আইন তিনটি গত বছরের ডিসেম্বরে সংসদে পাস হয়েছে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে তাতে সম্মতি দিয়েছেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর সংসদে আইন পাসের সময় বলেছিলেন, নতুন আইনগুলো ভারতীয়তা, ভারতীয় সংবিধান এবং জনগণের কল্যাণের ওপর জোর দেয়। নতুন আইন প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করে এবং তদন্ত, প্রসিকিউশন এবং বিচারব্যবস্থায় ফরেনসিক বিজ্ঞানকে অধিক গুরুত্ব দেয়। 

অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, তিনটি আইনের অধীনে সমস্ত ব্যবস্থা আসার পাঁচ বছরের মধ্যে ভারতীয় ফৌজদারি বিচারব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত হয়ে উঠবে। 

ভারত এখন আইপিসি অ্যাক্টের স্থলে বিএনএস প্রতিস্থাপন করতে প্রস্তুত। পরিবর্তিত সময়ের বিবেচনায় ফৌজদারি আইনের প্রধান দিকগুলো সংস্কার করা হয়েছে, যার মধ্যে ছোটখাটো চুরির জন্য শাস্তি হিসেবে ‘কমিউনিটি সার্ভিস’ এবং লিঙ্গের সংজ্ঞায় ট্রান্সজেন্ডার যুক্ত করা রয়েছে। 

ন্যায় সংহিতাতে সংঘটিত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, গণপিটুনি, হিট অ্যান্ড রান, প্রতারণামূলক উপায়ে নারীকে যৌন নিপীড়ন, ছিনতাই, বাইরে থেকে ভারতের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্ররোচনা, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ঐক্যকে বিপন্ন করার মতো ২০টি নতুন অপরাধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মিথ্যা বা ভুয়া সংবাদ প্রকাশকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 

নতুন আইনে সন্ত্রাসবাদের পরিধিও বাড়ানো হয়েছে। গণপিটুনি এবং কিশোরী ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। তবে নতুন আইনে সম্মতিক্রমে বিবাহবহির্ভূত সম্পর্ক, সমকামিতা এবং আত্মহত্যার চেষ্টাকে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না। 

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল করে একটি নতুন ধারার সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে। এতে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করে এমন কাজকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশে’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন