হোম > বিশ্ব > ভারত

ইডি কার্যালয়ে যাননি রাহুল গান্ধী, আছেন বিদেশে

কলকাতা প্রতিনিধি

বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। এনেছে, ভারতের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কার্যালয়ে তলব করা হয়েছে ও সোনিয়া ও রাহুলকে। দুজনকে দেওয়া হয়েছিল পৃথক তারিখ। রাহুলকে ডাকা হয়েছিল আগে আজ ২ জুন।

তবে কংগ্রেসের সাবেক এই সভাপতি বর্তমানে বিদেশে থাকায় আজ হাজির হতে পারেননি ইডি কার্যালয়ে। তবে কংগ্রেস জানিয়েছেন, আগামী ৫ জুন দেশে ফিরে তারপর রাহুল ইডির কার্যালয়ে যাবেন। 

এদিকে, ইডি কার্যালয়ে যাওয়ার জন্য সোনিয়াকে সময় দেওয়া হয়েছে আগামী ৮ জুন। তবে, আজ হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী। । বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৮ জুনই ইডি কার্যালয়ে যাবেন সোনিয়া গান্ধী। 

এর আগে, গত ১ জুন কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় ২ জুন রাহুলকে এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে হাজির হতে নির্দেশ পাঠায় ইডি।

তবে আইনি প্রক্রিয়ায় ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল দুই গান্ধীকেই ইডির জেরা থেকে বাঁচানোর চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। কেবল কংগ্রেস নেতাদেরই নয়, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা থেকে শুরু করে বিজেপিবিরোধী নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামছে কংগ্রেস। 

কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা বলেছেন, বিরোধীদের জেলের ভয় দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। এ সময় তিনি সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন। 

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি