হোম > বিশ্ব > ভারত

কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র চলছে: মনীশ সিসোদিয়া

কলকাতা প্রতিনিধি

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। দিল্লির পৌর নির্বাচনের প্রচার চালাতে গিয়ে মনীশ এই অভিযোগ তোলেন। 

কেজরিওয়ালকে কারা হত্যার ষড়যন্ত্র করছে—এই বিষয়ে মনীশ সিসোদিয়ার সন্দেহের তির দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারির দিকে। সিসোদিয়ার দাবি, মনোজ তিওয়ারিই কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত করছেন। তবে সিসোদিয়ার এমন দাবি উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, হেরে যাওয়ার ভয়ে এমন অভিযোগের অবতারণা করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে এএপি। 

গুজরাট বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই দিল্লি করপোরেশন নির্বাচনও উত্তাপ ছড়াচ্ছে। গুজরাট বিধানসভার ভোট ১ ও ৫ ডিসেম্বর। দিল্লি করপোরেশনের ভোট ৪ ডিসেম্বর। গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ৮ ডিসেম্বর হলেও দিল্লি করপোরেশনের নির্বাচনের ফল প্রকাশ হবে ৭ ডিসেম্বর। গুজরাটের বিজেপির যেমন শাসনক্ষমতা ধরে রাখাটা মর্যাদার লড়াই, তেমনি নিজেদের শাসনাধীন এলাকার পৌর নির্বাচনে জয়টাও জরুরি এএপির কাছে। তাই গুজরাটের বিধানসভার মতোই দিল্লির সিটি করপোরেশন নির্বাচনও জমে উঠেছে। 

আজ শুক্রবার নির্বাচনের প্রচারে এএপির তরফে অভিযোগ করা হয়, বিজেপি সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে করপোরেশন দখল করতে চাইছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, হার নিশ্চিত বুঝে মুখ লুকানোর চেষ্টা করছে এএপি। দিল্লি করপোরেশন নির্বাচনে মূল লড়াই এএপি ও বিজেপির। তবে গুজরাটে ভোটের লড়াই কংগ্রেসও রয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতেই এএপি গুজরাটে ভোটে লড়ছে। 

গুজরাটে তিন দলই জোর কদমে একে অন্যের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। সেখানে কংগ্রেস ভিডিও-প্রমাণ নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ করেছে—বিজেপি বিদেশিদের সাহায্য নিয়ে প্রচার চালাচ্ছে। যা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ। তবে নির্বাচন কমিশন এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি। 

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন