হোম > বিশ্ব > ভারত

আবারও কৃষক আন্দোলনে উত্তাল দিল্লি 

কলকাতা প্রতিনিধি

কৃষকদের উৎপাদিত শস্যের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। এই দাবিতে সংযুক্ত কৃষক মোর্চার ব্যানারে ভারতীয় কৃষকেরা দিল্লিতে স্থানীয় সময় আজ সোমবার মিলিত হন ‘মহাপঞ্চায়েত’ কর্মসূচিতে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ দেশটির বিভিন্ন রাজ্যের কয়েক হাজার কৃষক এদিন দিল্লির যন্তর–মন্তরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভে শামিল হন। এই গণজমায়েতের ফলে দিল্লি–নয়ডা সীমান্তে অবস্থিত ইউপি গেটের কাছে বিশাল যানজটের সৃষ্টি হয়। 

জমায়েত হওয়া কৃষকেরা দাবি তোলেন, গত বছর অক্টোবরে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের আশিস কর্তৃক গাড়িচাপা দিয়ে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় তাঁকে কড়া শাস্তি দিতে হবে। কৃষক বিক্ষোভের কারণে গোটা দিল্লিকে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। 

এর আগে, গত রোববার কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে দিল্লি প্রবেশের আগেই আটক করে স্থানীয় পুলিশ। রাকেশের টিকায়েতের দাবি, ‘শেষ নিশ্বাস পর্যন্ত আন্দোলন চলবে। কৃষকেরা কিছুতেই সরকারের সামনে মাথা নোয়াবে না।’ সরকার আন্দোলন দমাতে সহিংস পন্থার আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মোদি সরকার বেকার, যুবক, কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।’ 

উল্লেখ্য, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতে কৃষক আন্দোলন নতুন করে দানা বেঁধেছিল। কৃষক আন্দোলনের জেরে গত বছরের নভেম্বরে তিনটি কৃষি আইনই প্রত্যাহার করতে বাধ্য হয় ভারত সরকার। সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘নতুন কৃষি আইনের সুফল তাঁরা কৃষকদের কাছে ঠিকমতো ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়াতেই আইন তিনটি প্রত্যাহৃত করতে বাধ্য হয় সরকার।’ 

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন