Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত

অনলাইন ডেস্ক

ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার অনুপ্রেরণায় ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া একটি সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী। তারা দাবি করেছে, ওই সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যদের বিভিন্ন স্থানে অস্ত্র পরিচালনা সহ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 

বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত ওই সন্ত্রাসী নেটওয়ার্কটি খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। পরে এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। ভারতের ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশ জুড়ে এই নেটওয়ার্ক সক্রিয় ছিল। পুলিশ এই নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। ভারতে একটি ‘খিলাফত’ প্রতিষ্ঠার জন্য একাধিক উচ্চ-মাত্রার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল ওই সন্ত্রাসীরা। 

এ বিষয়ে দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্যক্রমের বর্তমান অবস্থা অনুযায়ী, ওই সন্ত্রাসী মডিউলটির নেতৃত্ব দিচ্ছিলেন ইশতিয়াক নামে রাঁচির (ঝাড়খণ্ড) এক চিকিৎসক। তারা দেশের ভেতরে খিলাফত ঘোষণা করতে এবং গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য উচ্চ পরিকল্পনা করেছিল।’ 

পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী নেটওয়ার্কটি চিহ্নিত করা ছাড়াও তাদের উদ্দেশ্য এবং অবস্থান সম্পর্কে জানা গিয়েছিল। পরে অভিযান শুরু করে পুলিশ। এই অভিযানে দিল্লি পুলিশের সঙ্গে বিভিন্ন রাজ্য বাহিনীরও সহযোগিতা ছিল। 

এনডিটিভি জানিয়েছে, পুলিশের অভিযানে রাজস্থানের ভিওয়াদি থেকে ৬ সন্দেহভাজনকে ধরা হয়। তাঁরা সেখানে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছিল। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মজুত করা বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ এবং জিহাদি বই-পত্র উদ্ধার করা হয়েছে। 

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এখনো চলছে এবং অভিযান অব্যাহত থাকায় আরও গ্রেপ্তারের আশা করা হচ্ছে।

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি