হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি ভ্লগারের অবৈধপথে অনুপ্রবেশের ভিডিও ভাইরাল ভারতে

অনলাইন ডেস্ক

ভিডিওটি পুরোনো। তবে বাংলাদেশ থেকে অবৈধপথে কীভাবে ভারতে প্রবেশ করতে হয়, তা নিয়ে বাংলাদেশি ইউটিউবারের করা ওই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে দেশটিতে। ভিডিওটি নিয়ে ভারতীয়রা সমালোচনায় মুখর হয়েছে বলে রোববার জানিয়েছে হিন্দুস্থান টাইমস। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিতর্কিত ওই ভিডিওতে দর্শকদের কোনো ভিসা পাসপোর্ট এবং বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করার উপায় দেখিয়ে দিচ্ছিলেন বাংলাদেশি ইউটিউবার। দর্শকদের তিনি বলছিলেন—ভারতে যেতে তাঁর কোনো ভিসা পাসপোর্ট লাগে না। 

 ‘ডিএইচ ট্রাভেল ইনফো’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা ওই ভিডিও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। 

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি ওই ভ্লগার সিলেটের সুনামগঞ্জ জেলার একটি একটি সীমান্ত এলাকায় দাঁড়িয়ে আছেন। তাঁর সামনেই ভারতের একটি প্রবেশপথ। তবে এই পথ ধরে গেলে অনেক ঝামেলা হতে পারে বলে দর্শকদের জানান তিনি। বিশেষ করে, ভারতের সীমান্তরক্ষী বিএসএফের কবলে পড়তে হবে। পরে তিনি একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে ভারতে প্রবেশ করে দেখান। 

ভিডিওর শেষে, ওই ভ্লগার ভারতে প্রবেশের জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন। তবে ভিডিওটিকে সহজভাবে নেয়নি ভারতীয়রা। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিওটির অংশবিশেষ কেউ একজন পোস্ট করলে ইতিমধ্যেই তা ২ লাখের বেশি মানুষ দেখেছে। ৭ হাজারের বেশি মানুষ ভিডিওটিতে রিয়েকশন দেখানোর পাশাপাশি মন্তব্যও করেছেন অনেকে। মন্তব্যকারীদের বেশির ভাগই সীমান্ত ইস্যুকে সামনে টেনে এনেছেন। 

ভিডিওর নিচে ইনস্টাগ্রাম ব্যবহারকারী অপরাজিতা দাশগুপ্ত লিখেছেন, ‘এই বিষয়ে বিএসএফ কি ঘুমিয়ে আছে? যদি এটি একজন ইউটিউবার জেনে থাকে তবে তা সবারই জানার কথা। তাহলে বিএসএফ কী করে সীমান্তে?’ 
আরেকজন লিখেছেন, ‘হ্যাঁ, তাদের কোনো ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না। একবার তারা সুড়ঙ্গ পাড়ি দিলে প্যান কার্ড, আধার কার্ড তারা কিনে নিতে পারে।’ 

তৃতীয়জন লিখেছেন, ‘এটি ভালো যে তিনি এটি দেখিয়ে দিয়েছেন। এবার এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন