হোম > বিশ্ব > ভারত

উত্তেজনা কমার লক্ষণ নেই দিল্লির রাজনীতিতে

কলকাতা প্রতিনিধি

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে দেশটির সংসদ সদস্যপদ থেকে সরিয়ে দেওয়াসহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এখনো সরব বিরোধীরা। রাহুলের ওপর থেকে শাস্তি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারও (২৮ মার্চ) তাঁরা বিক্ষোভ করেছেন। 

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, দেশের গণতন্ত্র নিয়ে লন্ডনে বিরূপ মন্তব্য এবং ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জন্য আদালত সাজা দেওয়ার পরও রাহুলকে ক্ষমা চাইতে হবে। এ নিয়ে মঙ্গলবারও বিজেপি সংসদ সদস্যরা সরব ছিলেন। উভয়ের দাবি ও পাল্টা দাবিতে দিল্লির রাজনীতিতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। 

মঙ্গলবার দিল্লিতে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানুষ যত বিজেপিকে ভোট দেবেন, বিরোধীরা হতাশা থেকে ততই সমালোচনা করবে। বিজেপি জিতেছে, তাই বিরোধীরা এত সরব। 

ভারতের সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী দলীয় বৈঠকের পর সাংবাদিকদের জানান, প্রতিটি এলাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে প্রধানমন্ত্রী দলকে নির্দেশ দিয়েছেন। 

এদিকে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজ হওয়ার পর গত সোমবারই তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়। রাহুলও জানিয়েছেন, তিনি দ্রুত বাংলো ছেড়ে দেবেন। তবে কংগ্রেস নেতারা এ বিষয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন