হোম > বিশ্ব > ভারত

ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিতে নাগরিকদের প্রতি রতন টাটার অনুরোধ

কলকাতা সংবাদদাতা 

ভারতের চলতি ১৮তম লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই আগামীকাল ২০ মে সারা দেশে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে। পঞ্চম দফায় যেসব রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে মহারাষ্ট্র। এই দফায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন ভারতের অন্যতম শিল্পপতি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা।

উৎসাহের সঙ্গে ভোটে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেছেন, সোমবার মুম্বাইয়ে ভোটের দিন। ওই দিন তিনি সব মুম্বাইবাসীকে দায়িত্বের সঙ্গে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

ভোট দেওয়ার আবেদন শুধু রতন টাটাই নন, বলিউড অভিনেতা শাহরুখ খানও জানিয়েছেন।
 
পঞ্চম দফায় মুম্বাইয়ের ছয়টি আসনে এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের চারটি আসনে ভোট গ্রহণ হবে। মুম্বাইয়ের ছয়টি আসনের মধ্যে রয়েছে মুম্বাই উত্তর, মুম্বাই উত্তর-পূর্ব, মুম্বাই উত্তর-পশ্চিম, মুম্বাই উত্তর-মধ্য, মুম্বাই দক্ষিণ এবং মুম্বাই দক্ষিণ-মধ্য। মুম্বাই মেট্রোপলিটনের চারটি আসন হলো থানে, কল্যাণ, ভিওয়ান্ডি এবং পালঘর।

উল্লেখযোগ্য যেসব প্রার্থী মুম্বাই থেকে লড়াই করছেন তাঁরা হলেন—কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল, অভিনেতা ভূষণ পাতিল এবং আইনজীবী উজ্জ্বল নিকম।

টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে দায়িত্বশীলতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, বলিউড তারকা শাহরুখ খান নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালন করতে সোমবার দেশের স্বার্থে দায়িত্ব নিয়ে  আমাদের ভোট দিতে হবে।’

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন