হোম > বিশ্ব > ভারত

গুজরাটে ভোটের দিন নরেন্দ্র মোদির ‘রোড শো’

গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ আহমেদাবাদে ভোট দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিরোধীদল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘রাজনৈতিক রোডশো’ করেছেন। অথচ নির্বাচন কমিশন এ ব্যাপারে ‘সম্পূর্ণ নীরবতা এবং নিষ্ক্রিয়তা’ দেখাচ্ছে। 

কংগ্রেসের সিনিয়র নেতা পবন খেরা আজ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘সরকার, দল, প্রশাসন, নির্বাচনী প্রতিষ্ঠান—গুজরাটে সবকিছু একাকার হয়ে গেছে।’ 

কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো অন্য বিরোধী দলগুলো লটবহন নিয়ে উল্লাস করতে করতে ভোটকেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির প্রবেশ নিয়ে আপত্তি জানিয়েছে। 

কংগ্রেস নেতা পবন খেরা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী আহমেদাবাদে ভোট দিতে যাওয়ার সময় আড়াই ঘণ্টা রোডশো করেছেন। আপনারা সমস্ত চ্যানেলে বিনা মূল্যে সেটি কভার করেছে। এটি বিজ্ঞাপন নয় কি? আপনাদের কি বিজেপিকে চার্জ করা উচিত নয়? কেন? আপনি এটা বিনামূল্যে করছেন?’ এ ব্যাপারে কংগ্রেস ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে বলেও জানান তিনি। 

গুজরাটের একজন কংগ্রেস বিধায়ক গতকাল সন্ধ্যায় ‘নিখোঁজ’ হয়েছিলেন। রাহুল গান্ধী মধ্যরাতে এ নিয়ে টুইট করেন। আজ সকালে দাবি করা হয়, বিজেপি প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের তরবারি আক্রমণের শিকার হয়ে ওই এমএলএ একটি জঙ্গলে রাত কাটিয়েছেন। 

গতকাল বিকেলে আদিবাসী প্রার্থী এবং কান্তি খারাডির বর্তমান বিধায়ক গুজরাটের বানাসকান্থার দান্তায় পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠিও লিখেছেন বলে জানান পবন খেরা। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি