হোম > বিশ্ব > ভারত

রাম মন্দিরে আমন্ত্রিত ভাগ্যবানদের তালিকায় নারী ডোম

অনলাইন ডেস্ক

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মিত রাম মন্দিরে রাম লল্লা (রামের শৈশবের মূর্তি) স্থাপনের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বাঘা-বাঘা সব ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, পুরস্কার প্রাপ্ত ব্যক্তিসহ ধর্মীয় নেতাদের।

অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে সুপরিচিত অনেকেই ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। আমন্ত্রণ না পেলেও অনুষ্ঠানে যোগ দিতে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন এক শিব সেনা নেতা। আশ্চর্যের বিষয় হলো—প্রভাবশালীরাই যেখানে আমন্ত্রণ না পেয়ে হতাশা প্রকাশ করছেন সেখানে সরকারের পক্ষ থেকে নিমন্ত্রণপত্র পেয়েছেন সন্তোষী দুর্গা নামে এক ডোম। আজ রোববার টাইমস নাও-এর এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

 ৩৫ বছর বয়সী দুর্গা ময়নাতদন্ত সহযোগী হিসেবে কাজ করেন। অন্তত ৭০০ মৃত ব্যক্তির ময়নাতদন্তে সহযোগিতা করেছেন তিনি। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে আগামী ২২ জানুয়ারি নতুন মন্দিরে উপস্থিত হওয়ার জন্য তাঁর প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

গত ১৮ বছর ধরে ছত্তিশগড় অঙ্গরাজ্যের কঙ্কর জেলার নরহরপুর প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করছেন দুর্গা। আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়ে একই সঙ্গে বিস্ময় এবং উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি। অশ্রুসিক্ত চোখে বলেন, ‘আমি সারা জীবনেও কখনো ভাবিনি যে, আমাকে অযোধ্যায় ডাকা হবে। তবে ভগবান রাম একটি নিমন্ত্রণপত্র পাঠিয়ে আমাকে সেখানে ডেকেছেন।’ 

আমন্ত্রণপত্রের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন দুর্গা। অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার জন্য আগামী ১৮ জানুয়ারি নরহরপুর থেকে রওনা হওয়ার পরিকল্পনার কথাও জানান। মন্দিরে তিনি নরহরপুরের মানুষের সুখ, শান্তি এবং উন্নতির জন্য প্রার্থনা করবেন। 

দুর্গার আমন্ত্রণপত্র পাওয়ার খবর পেয়ে নরহরপুরের অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। নরহরপুরের ব্লক মেডিকেল অফিসার প্রশান্ত কুমার বলেন—অযোধ্যা থেকে দুর্গাকে আমন্ত্রণপত্র পাঠানোর বিষয়টি আমাদের জন্যও অনেক গর্বের। 

মজার বিষয় হলো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ডাক পেয়ে চমকে গেছেন বিহুয়া বাই নামে ছত্তিশগড়ের আরও এক নারী। রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে সংসার চালান বিহুয়া। রাম মন্দির নির্মাণের জন্য ২০ টাকা দান করেছিলেন এই বৃদ্ধা। 

ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা যেমন আমন্ত্রিত হয়েছেন, তেমনি দুর্গা সন্তোষী, বিহুয়া বাইদের মতো সমাজের বিভিন্ন স্তরের স্বল্প পরিচিত মানুষেরাও আমন্ত্রণ পেয়েছেন। রাম মন্দির আন্দোলনের সময় যাদের প্রাণ গিয়েছিল, তাদের পরিবারের সদস্যদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আরএসএস জানিয়েছে, যে সব আইনজীবী অযোধ্যার বিতর্কিত জমি মামলার আইনি লড়াইয়ে শামিল হয়েছিলেন, ২২ জানুয়ারির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তাদেরও।

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন