Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

‘প্রেমিকের’ সঙ্গে বেঙ্গালুরুর হোটেলে আসামের তরুণী, দরজা ভেঙে মিলল লাশ

‘প্রেমিকের’ সঙ্গে বেঙ্গালুরুর হোটেলে আসামের তরুণী, দরজা ভেঙে মিলল লাশ
নিহত তরুণী মায়া গগৈ ও তাঁর প্রেমিক আরাভ হনয়। ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ মেলে। এর কয়েক ঘণ্টা আগেই ভোরের আলো ফোটার আগে তাঁর প্রেমিক বেরিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই তরুণী ও আরাভ হনয় নামে প্রেমিক গত ২৩ নভেম্বর বেলা সাড়ে ১২টা নাগাদ ওই হোটেলে প্রবেশ করেন। সিসি ক্যামেরায় আজ সকালে আরাভকে একা হোটেল থেকে বের হতে দেখা যায়।

পলিশ বলছে, নিহত মায়া গগৈ বেঙ্গালুরুর একটি ফার্মেসিতে কাজ করতেন, তিনি ভ্লগার ছিলেন। হোটেলে ওঠার পরদিন রাতে আরাভ ছুরিকাঘাত করে মেয়েটিকে খুন করে বলে তাঁদের ধারণা। হত্যার পর পরই না পালিয়ে কৌশল হিসেবে দুই দিন থেকে আজ সকালে হোটেল ছাড়েন তিনি।

বেঙ্গালুরুর (পূর্ব) ডেপুটি কমিশনার অব পুলিশ ডি. দেবরাজ বলেন, ‘অভিযুক্ত তরুণ ২৪ তারিখ রাতে তাঁর প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করেন। দুই দিন সেখানে থেকে, অবস্থা বুঝে কৌশলে আজ সকালে পালিয়ে যান। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’

উল্লেখ্য, এই ঘটনার ঠিক দুইদিন আগে বেঙ্গালুরুর অন্য একটি ভবনের বাথরুম থেকে ২৪ বছর বয়সী একজন তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়: মোদি

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

ক্রিকেট-ভূরাজনীতিতে বিভক্ত বাংলাদেশ-ভারত একমত হলো যে বিষয়ে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা, চালাল গুলি

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস