হোম > বিশ্ব > ভারত

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী মুম্বাইয়ের জনপ্রিয় রাজনীতিক বাবা সিদ্দিকিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে কোলগেট মাঠের কাছে তাঁকে গুলি করে আততায়ীরা। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলছে, গতকাল রাতে কোলগেট মাঠের কাছে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বের হন বাবা সিদ্দিকি। গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। কেন তাঁকে নিশানা করে এভাবে গুলি চালানো হলো, তা নিয়ে আলোচনা চলছে।

কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন সিদ্দিকি।

বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়ক ছিলেন তিনি। তিনি খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রীও ছিলেন। তাঁর ছেলে জিশান বান্দ্রা পূর্বের বিধায়ক। তবে এই খুনের পেছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে সাবেক কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশিস শেলারের কাছে আসনটিতে হেরে যান বাবা সিদ্দিকি।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি