হোম > বিশ্ব > ভারত

গরমের মধ্যে ‘এসি হেলমেট’ ব্যবহারসহ যেভাবে ডিউটি করছে ভারতের ট্রাফিক পুলিশ 

অনলাইন ডেস্ক

ভারতে ট্রাফিক পুলিশ তীব্র গরমের মধ্যে দায়িত্ব পালন করতে স্বয়ংক্রিয় ট্র্যাফিক ব্যবস্থা চালু ও এসি হেলমেট ব্যবহার শুরু করেছে। সিনিয়র অফিসাররা ডিউটির সময় কমাতে না পেরে শেষমেশ এসব উদ্যোগ নিয়েছেন। স্বয়ংক্রিয় ট্র্যাফিক ব্যবস্থার মধ্যে রয়েছে—স্বয়ংক্রিয় সিগন্যালিং এবং সিসিটিভি-জেনারেটেড ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা। এর ফলে ট্র্যাফিক কনস্টেবলরা বিরতি নেওয়ার সময় পাচ্ছেন। 

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

একজন ট্রাফিক কর্মকর্তা বলেছেন, ‘যেহেতু সংকেতগুলো স্বয়ংক্রিয়, বিশেষ করে দুপুর থেকে বিকেল ৪টার মধ্যে। ফলে আমরা কনস্টেবলদের ছায়ায় বসে ট্র্যাফিক নিয়ন্ত্রণের অনুমতি দিচ্ছি।’ নতুন অর্ডার করা অন্যান্য যন্ত্রাদিও স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 

কলকাতার বিধাননগর পুলিশ ট্র্যাফিক কর্মীদের সানগ্লাস, ক্যাপ এবং গ্লাভস বিতরণ করছে। পাশাপাশি ওআরএস স্যাচেট বিতরণ এবং জল কুলার স্থাপন করছে। বৃহস্পতিবার থেকে একটি বিশেষ অভিযানে পথচারীদেরও এসব আইটেম দেওয়া হবে। শহরের যেসব রাস্তায় অটো সিগন্যাল দেওয়া কঠিন সেখানে দুজন কনস্টেবলকে একই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পর্যায়ক্রমে ছায়ায় এবং রাস্তায় দায়িত্ব পালন করছেন। 

লালবাজার যে অন্যান্য পদক্ষেপ ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে, সিন্থেটিকের বদলে চামড়ার বেল্ট দেওয়া, কনস্টেবলদের নেক কুলার সরবরাহ করা এবং ইউনিফর্মের ওজন কমাতে অ্যাঙ্কলেট না পরার সুযোগ রাখা। 

কড়া রোদে দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং চোখের আরামের জন্য ইউভি-৪০০ সুরক্ষা সামগ্রীসহ মানসম্পন্ন সানগ্লাসে বিনিয়োগ করা। এর মধ্যে রয়েছে স্বনামধন্য ব্র্যান্ডগুলোর পণ্য ক্রয়, চোখের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, সুরক্ষা এবং স্থায়িত্বের জন্য অ্যান্টি-রিফ্লেক্টিভ প্রলেপ ব্যবহার করা। 

গত সোমবার সকালে ২০০ ফুট থোরাইপাক্কাম-পল্লভারম রেডিয়াল রোডে যানজটের কারণে অফিসগামীদের দীর্ঘ জ্যামে পড়তে হয়। এতে ব্যস্ততম সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতার কথা উঠে আসে। 

এদিকে গ্রীষ্মকে তাপদাহকে সহনীয় করতে ভাদোদরার আইআইএম ছাত্ররা ব্যাটারিচালিত ‘এসি হেলমেট’ তৈরি করেছে। ভাদোদরা ট্র্যাফিক পুলিশ এসব হেলমেট ব্যবহার করেছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন