Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

দিল্লির শিশু পাচার চক্র: ৫ লাখ রুপিতে বিক্রি হয় নবজাতক

অনলাইন ডেস্ক

দিল্লির শিশু পাচার চক্র: ৫ লাখ রুপিতে বিক্রি হয় নবজাতক

ভারতে শিশু পাচারকারী চক্রের সন্ধানে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এ অভিযানে দিল্লির কেশবপুরম এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে তিনটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। সে সঙ্গে উন্মোচিত হয়েছে দিল্লির শিশু পাচারকারী চক্রের কার্যক্রম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সিবিআই সূত্রে বলা হয়েছে, কালোবাজারে পণ্য হিসেবে নবজাতক কেনাবেচা হচ্ছিল। সিবিআই বর্তমানে শিশু পাচারের সঙ্গে জড়িত সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে নবজাতক বিক্রির সঙ্গে জড়িত নারী ও ক্রেতা উভয়ই রয়েছে।

সিবিআইয়ের এই অভিযানের পরিধি দিল্লি ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) জুড়ে সাত থেকে আটটি শিশু পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসপাতালের একজন ওয়ার্ড বয় এবং আরও কয়েকজন নারী রয়েছেন।

সিবিআই সূত্রমতে, শুধু গত মাসেই প্রায় ১০টি শিশু বিক্রি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মোট সাতজনকে।

সিবিআইয়ের তদন্ত এখন একাধিক রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি বড় হাসপাতাল রয়েছে তাদের তদন্তের আওতায়। প্রতি নবজাতককে চার থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি