Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

মুম্বাইয়ে জ্যাম এড়াতে লোকাল ট্রেনে ধনকুবের

অনলাইন ডেস্ক

মুম্বাইয়ে জ্যাম এড়াতে লোকাল ট্রেনে ধনকুবের

ভারতে লাখো মানুষ যাতায়াতের জন্য লোকাল ট্রেন ব্যবহার করে। এ লোকাল ট্রেনগুলোই শহরটির লাইফলাইন। আর মুম্বাইয়ে তো ট্রেন ছাড়া কল্পনাই করা যায় না। সম্প্রতি ভারতের বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ব্যবসায়ী নিরঞ্জন হিরানান্দানিকে এমন একটি লোকাল ট্রেনে চড়ে ভ্রমণ করতে দেখা গেছে। তাঁর ট্রেন ভ্রমণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গতকাল শুক্রবার হিরানান্দানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সহ–প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়সী নিরঞ্জন ইনস্টাগ্রামে তাঁর ট্রেন ভ্রমণের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। এরপর একটি এসি কোচে চড়ে বসেন। আরও কয়েকজনকে তাঁর সঙ্গে লোকাল ট্রেনে উল্লাসনগরে আসতে দেখা যায়। উল্লাসনগর মহারাষ্ট্রের একটি জেলা শহর। 

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, সময় বাঁচাতে এবং মুম্বাইয়ের ট্র্যাফিক জ্যাম এড়াতেই ট্রেনে ভ্রমণ করেছেন। এ ট্রেন ভ্রমণকে তিনি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

হিরানান্দানির ভিডিওটি শনিবার সন্ধ্যা পর্যন্ত ২ কোটি ২০ লাখের বেশিবার দেখা হয়েছে। বিলিয়নিয়ার ব্যবসায়ী হয়ে গণপরিবহন ব্যবহার করায় অনেকে তাঁর প্রশংসা করেছেন।

অনেকে তাঁকে বিনয়ী, নিরহংকার ও তরুণ সমাজের জন্য উদাহরণ বলে প্রশংসা করলেও কিছু ব্যবহারকারী পঙ্গু ও গর্ভবতী নারীদের জন্য সংরক্ষিত কোচে চড়ার জন্য তাঁর নিন্দা করেছেন। এক ব্যবহারকারী নিন্দা করে বলেন, ‘স্যার, আপনি ভুল কোচে উঠেছেন। এ কোচগুলো পঙ্গু ও ক্যানসার রোগীদের জন্য সংরক্ষিত।’

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি