হোম > বিশ্ব > ভারত

ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দেওয়ায় ভারতে চাকরি হারালেন শিক্ষিকা

ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দেওয়ায় বরখাস্ত হয়েছেন ভারতের মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষ পারভিন শেখ। তার বিরুদ্ধে ‘হামাসপন্থী, ইসলামপন্থী, এবং হিন্দু-বিরোধী’ মতামতকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল মঙ্গলবার সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘পারভিন শেখের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যকলাপগুলো আমরা যে মূল্যবোধ ধারণ করি তার পুরোপুরি বিপরীত এবং তাই এ নিয়ে গভীর উদ্বেগের কারণে এবং সতর্কতার সঙ্গে বিষয়টি বিবেচনা করার পর স্কুল কর্তৃপক্ষ তার সঙ্গে সম্পর্ক ছেদ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সতর্ক বিবেচনার পরে, আমাদের ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক নীতির সঙ্গে আপস না করার বিষয়টি নিশ্চিত করতে ম্যানেজমেন্ট সোমাইয়া বিদ্যাবিহারের সঙ্গে পারভিন শেখের সম্পর্কের ইতি টানছে।’

পারভিন শেখ প্রায় ১২ বছর ধরে সোমাইয়া স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। সাত বছর আগে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। পারভিন শেখের লিংকডইন প্রোফাইল মতে, শিক্ষা ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।

প্রি-সার্ভিস এবং ইন-সার্ভিস শিক্ষকদের কোচিং, মেন্টরিং এবং পেশাগত উন্নয়নে পারভিন শেখের দক্ষতা রয়েছে। এ ছাড়া তিনি পাঠ্যক্রম প্রণয়ন এবং কার্যকর ক্লাসরুম লে–আউট তৈরিতেও দক্ষ।

শিক্ষকতার পাশাপাশি স্কুল অডিটের সঙ্গেও পারভিন শেখ জড়িত ছিলেন বলে প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা