Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বিয়ে করার জন্য টিভি উপস্থাপককে অপহরণ করেন নারী

অনলাইন ডেস্ক

বিয়ে করার জন্য টিভি উপস্থাপককে অপহরণ করেন নারী

বিয়ে করার জন্য একটি মিউজিক চ্যানেলের উপস্থাপকের ওপর নজরদারি ও অপহরণের অভিযোগে ভারতে এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবর জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, ওই নারী উপস্থাপকের গতিবিধির ওপর নজর রাখতে তাঁর গাড়িতে ট্র্যাকিং মেশিন স্থাপন করেছিলেন। অভিযুক্ত ৩১ বছর বয়সী নারী ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই নারী দুই বছর আগে বিয়ে ও পাত্র-পাত্রীর খোঁজ পাওয়া যায়— এমন একটি ওয়েবসাইটে ওই উপস্থাপককের ছবি দেখে পছন্দ করেন। পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন, ওই ওয়েবসাইটের প্রোফাইলে কেউ একজন নিজের ছবি ব্যবহার না করে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছেন।

একপর্যায়ে ওই উপস্থাপকের ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ পান ওই নারী। পরে অভিযুক্ত নারী উপস্থাপকের সঙ্গে মেসেঞ্জার অ্যাপে যোগাযোগ করেন ও জানান তাঁর ছবি ব্যবহার করে কেউ বিয়ের সাইটে প্রতারণা করছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই উপস্থাপক সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

পরিকল্পনা অনুযায়ী ওই নারী চারজনকে ভাড়া করেন ও ওই উপস্থাপকের গতিবিধিতে নজর রাখতে তাঁর গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস লাগান। ১১ ফেব্রুয়ারি ভাড়া করা চার ব্যক্তি উপস্থাপককে অপহরণ করে অভিযুক্ত নারীর অফিসে নিয়ে যান।

সেখানে তাঁকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ রক্ষার জন্য ওই নারীর প্রস্তাবে রাজি হন উপস্থাপক। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পরে ওই উপস্থাপক উপ্পাল পুলিশ স্টেশনে অভিযোগ করেন ও ইন্ডিয়ান পেনাল কোডের (আইপিসি) ২৬৩, ৩৪১, ৩৪২ ধারায় মামলা দায়ের করেন। এরপরেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত নারী ও অপহরণের সঙ্গে যুক্ত চার ভাড়াটে অপরাধীকে গ্রেপ্তার করে।

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার

চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মহাকুম্ভের পুণ্যস্নানে এসে স্বামীর পরকীয়ার বলি হলেন স্ত্রী

কেরালায় দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

উত্তরাখন্ডে বন সংরক্ষণের তহবিলে কেনা হয়েছে আইফোন–আসবাব

বিজেপি-আরএসএস ১৯৬০-এর দশক থেকেই মার্কিন অর্থ পাচ্ছে: কংগ্রেসের পাল্টা অভিযোগ

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আহ্বানের জবাবে ‘সন্ত্রাসবাদ জুজু’ দেখাল ভারত

কোটি টাকার হেরোইনসহ আটক ভারতীয় ‘লেডি ডন’ জোয়া খান

ইউএসএআইডির ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল, মুখ খুলল ভারত সরকার