হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে, একই পরিবারের চারজনসহ নিহত ৬ 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পশ্চিম মেদিনীপুর জেলার এক জেষ্ঠ্য পুলিশ অফিসারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত দুজন। তাঁরা হলেন—অপর্ণা ও অ্যাম্বুলেন্সের চালক। তাঁর নাম এখনো জানা যায়নি। 

জেলার পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি অপর্ণা বেগ নামের এক রোগীকে নিয়ে খিরপাইয়ের একটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। রোগীর পরিবারের সদস্য ও চালকসহ আটজনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কেশপুর মহাসড়কে পৌছালে সিমেন্টের ব্যাগ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।

নিহতরা হলেন—অপর্ণার মা অনিমা মল্লিক, স্বামী শ্যামপদ বাগ, কাকা শ্যামল ভুনিয়া ও খালা চন্দনা ভুনিয়া। পুলিশ জানিয়েছে, অপর্ণা ও চালক উভয়ের অবস্থা এখনও গুরুতর। চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও জানান, চালক মদ্যপ অবস্থায় ছিল কি না এবং গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি