Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

নির্বাচিত না হলেও মমতাই মুখ্যমন্ত্রী

প্রতিনিধি

নির্বাচিত না হলেও মমতাই মুখ্যমন্ত্রী

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভা ভোটে তিনি হেরে গেলেও আজ তাঁকেই নবনির্বাচিত তৃণমূল বিধায়করা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত করেন। আগামী বুধবারই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।

মমতাকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হচ্ছে– এদিন বিধায়ক দলের বৈঠকের পর একথা ঘোষণা করেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের সব বিধায়কই সর্বসম্মতিক্রমে মমতাকে নেত্রী নির্বাচিত করেন।

আজ সন্ধ্যাতেই রাজভবনে গেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন তিনি। এরপরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা।

মমতা নিজেই জানিয়েছেন, শপথ গ্রহণে কোনও আড়ম্বর থাকছে না। বিজয় উৎসবও হচ্ছে না এখন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয় উৎসব হবে বড় করে।

বুধবার থেকেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমে প্রটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই স্পিকার হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজেই সাংবাদিকদের সেলফোনে পাওয়া মেসেজ দেখান তিনি।

তাঁর দাবি, নন্দীগ্রামে মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তাই আন্দোলন চলবে। আদালতেও যাবে দল। সেইসঙ্গে ইভিএম থেকে শুরু করে সবকিছুই সুরক্ষিত রাখারও দাবি তোলেন তিনি।

এদিকে, ভোটের ফল বের হতেই ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। ভোটের ফলপ্রকাশের পর ছয় জন মারা গেছে, হাজার বাড়ি ভাঙচুর হয়েছে।

বিজেপির বিরুদ্ধেও পাল্টা হিংসার অভিযোগ তোলেন মমতা। তবে দলের কর্মীদের আইন হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি