Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ডলারের বিকল্প হিসেবে ব্রিকস মুদ্রা চালুর কোনো প্রস্তাব নেই: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক

ডলারের বিকল্প হিসেবে ব্রিকস মুদ্রা চালুর কোনো প্রস্তাব নেই: জয়শঙ্কর
‘দোহা ফোরামে’ প্যানেল আলোচনায় ভারতের এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

ভারত কখনো ডি-ডলারাইজেশনের পক্ষে ছিল না এবং বর্তমানে ব্রিকস মুদ্রা চালুর কোনো প্রস্তাব নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শনিবার দোহা ফোরামে এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ‘ভারত সব সময় বাস্তবসম্মত নীতিতে বিশ্বাস করে এবং ডি-ডলারাইজেশন নিয়ে কোনো পরিকল্পনা নেই।’ ডি-ডলারাইজেশন হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বিকল্প হিসেবে ভিন্ন মুদ্রার ব্যবহার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এরপর থেকেই ডলারের বিকল্প হিসেবে ব্রিকস মুদ্রার বিষয়টি আলোচনায় আসে। এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘ব্রিকস দেশগুলোর মধ্যে এই বিষয়ে অভিন্ন কোনো অবস্থান নেই।’

তিনি আরও জানান, ‘প্রত্যেক দেশের স্বার্থ ভিন্ন হলেও আন্তর্জাতিক ইস্যুতে সবাই একসঙ্গে কাজ করে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সমঝোতার সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধ দীর্ঘায়িত করার বদলে সমাধানের দিকে এগোনোর সময় এসেছে। ভারত মস্কো ও কিয়েভের মধ্যে যোগাযোগ রক্ষা করছে।’

কাতার সরকারের আয়োজনে দোহা ফোরামের এবারের সম্মেলনটি শুরু হয়েছে শুক্রবার। এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা কূটনীতি ও উদ্ভাবনী নীতিমালা তৈরিতে কাজ করে।

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র