অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার সকালে টুইট করে কেজরিওয়াল নিজেই এমনটি জানিয়েছেন।
টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে নিজেকে আইসোলেট করুন এবং করোনা পরীক্ষা করুন।’
দিল্লিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন, যা গত রোববারের তুলনায় ২৮ শতাংশ বেশি। করোনার সংক্রমণ বাড়ায় গত সপ্তাহ থেকেই দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানপাটও ৫০ শতাংশ করে খুলছে। এ ছাড়া রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে।