হোম > বিশ্ব > ভারত

মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর ২২ সদস্য নিহত

অনলাইন ডেস্ক

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২২ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। 

ভারতের  মাওবাদী দমন অভিযানে চার বছরের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে মারাত্মক হামলা। এর আগে ২০১৭ সালে মাওবাদী গেরিলাদের হামলায় ২৫ পুলিশ কমান্ডো নিহত হন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার ছত্তিশগড় রাজ্যে বিজাপুর জেলার তারেম এলাকায় মাওবাদী বিরোধী অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়। আধাসামরিক বাহিনী সিআরপিএফ, জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা এই অভিযান শুরু করলে মাওবাদীদের প্রতিরোধের মুখে পড়ে।

রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক অশোক জুনেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, শনিবার বিজাপুর জেলার একটি জঙ্গলে তল্লাশি অভিযান থেকে ফেরার পথে অতর্কিতে হামলা করা হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ২২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তল্লাশি অভিযান এখনো চলছে। আজ সন্ধ্যার মধ্যে হতাহতের সঠিক সংখ্যা জানা যাবে।

আহতদের বিজাপুর এবং রাজ্যের রাজধানী রাইপুরে দুটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে আজ ফোনে কথা বলেছেন। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে লড়াই চালিয়ে যাবেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন অমিত শাহ।

মাওবাদী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় মোদি বলেন, সাহসী শহিদদের আত্মত্যাগ আমরা ভুলবো না।  গুরুতর আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।  

গত ২৪ মার্চও ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে হামলা চালায় মাওবাদী বিদ্রোহীরা। ৪০ সদস্যকে বহনকারী বাসটিতে বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন।

 

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশে’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন