হোম > বিশ্ব > ভারত

মোদির ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে ভারতের অন্তর্বর্তী বাজেট

চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের বছর হওয়ার পরও গত সপ্তাহে ভারতের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃচ্ছ্রসাধনের একটি বাজেট পেশ করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে বলে ধারণা করা হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এবারের অন্তর্বর্তী বাজেটে তেমন কোনো জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সাধারণ ভোটারবান্ধব পদক্ষেপের পরিবর্তে নির্মলা সীতারমন খাদ্য, সার ও জ্বালানিতে ভর্তুকি কমানোর ঘোষণা দিয়েছেন। 

এর আগে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে, মোদির সরকার দরিদ্র কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি রুপি সরাসরি নগদ সহায়তা ঘোষণা করেছিল। আয়কর ছাড়ের আওতায় আনার কথা বলেছিল বেশিসংখ্যক মানুষের জন্য। 

কিন্তু সীতারমণ গত বুধবার বাজেট অধিবেশন শুরুর পর বলেছেন, পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনের পর ঘোষণা করা হবে। তাঁর এ বক্তব্যে কে ক্ষমতায় আসছেন, তা নিয়ে সামান্য সন্দেহ রয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সরকার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের জন্য বিশদ রোডম্যাপ তুলে ধরবে।’ 

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের আগে ‘বেশ আত্মবিশ্বাসী’। মোদি দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের খুশি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী অ্যাজেন্ডার মূল অংশগুলো বাস্তবায়ন করছেন। 

বিজিপির সহসভাপতি তারিক মনসুর বলেছেন, ‘বিজেপি খুব ভালো করবে, কারণ প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা রয়েছে। অর্থনীতির মতো আরও অনেক কারণ রয়েছে বিজিপির ভালো করার জন্য।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি