অনলাইন ডেস্ক
ভারতের দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির এলাকায় ড্রোন উড়িয়ে বিপদে পড়লেন বাংলাদেশি এক নারী। ড্রোনটি জব্দ করার পাশাপাশি ওই নারীকে জেরা করেছে কর্তৃপক্ষ।
সোমবার রাতে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোন উড়ছে এমন খবর পেয়ে এ বিষয়ে স্থানীয় মান্ডেওয়ালি পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। পরে তারা জানতে পারেন, ওই ড্রোনটি অবৈধভাবে ওড়াচ্ছেন বাংলাদেশি এক নারী।
মমো মুস্তফা নামে ৩৩ বছর বয়সী ওই নারী ঢাকায় বসবাস করেন। সাংবাদিকতা এবং ফটোগ্রাফির সঙ্গে জড়িত। গত মে মাসে ছয় মাসের ভিসা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন।
খবরে বলা হয়, মমো মুস্তফার ড্রোনটি জব্দ করে ভারতীয় দণ্ডবিধির সেকশন-১৮৮ এর অধীনে একটি মামলা নথিভুক্ত হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলমান বলে জানায় পুলিশ।