হোম > বিশ্ব > ভারত

ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন

হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে

অনলাইন ডেস্ক

ভারতীয় জেলেদের অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে কঠোর আচরণ করছে। প্রতীকী ছবি

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশি কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের জেলেদের সঙ্গে কঠোর আচরণ করছে। এমন আক্ষেপই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জেলে সম্প্রদায়। তাদের বক্তব্য, আগে শেখ হাসিনা সরকারের আমলে পশ্চিমবঙ্গের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে তাদের ফেরত পাঠানো হতো, কিন্তু এখন তাদের আটক করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ৭৯ জন ভারতীয় জেলেকে আটক করেছে। তাদের বেশির ভাগই পশ্চিমবঙ্গের ২৪-পরগণা জেলার।

পশ্চিমবঙ্গের মৎস্যজীবী সংগঠন সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের মতে, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের উপকূলীয় প্রশাসন পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের প্রতি নমনীয় ছিল। সাধারণত, পশ্চিমবঙ্গের কোনো জেলে ‘অবৈধভাবে’ আন্তর্জাতিক সামুদ্রিক সীমা পার হলে ফিরিয়ে দিত, বিশেষ করে ইলিশ ধরার মৌসুমে। তাদের দাবি, বাংলাদেশের অনেক মৎস্যজীবী নৌকাও নিয়মিত ভারতীয় জলসীমায় প্রবেশ করত।

সংগঠনটির সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘হাসিনা সরকারের সময়ে, প্রতিবেশী দেশের কোস্টগার্ড (পশ্চিমবঙ্গের) মৎস্যজীবীদের আটক না করে তাদের ফিরে পাঠাত। তবে সাম্প্রতিক ঘটনাবলি নির্দেশ করে যে, দেশটির (বাংলাদেশের) নতুন সরকার আগের মতো কাজ করবে না।’

সতীনাথ পাত্র আরও বলেন, ‘যদি তারা (বাংলাদেশ) আমাদের মৎস্যজীবীদের আটক করতে থাকে, তাহলে আমরা ভারতীয় জলসীমায় বাংলাদেশি মৎস্যজীবীদের প্রবেশ সহ্য করব না। আমরা তাদের অনুপ্রবেশের ব্যাপারে ভারতীয় কোস্টগার্ডকে জানাব এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করব।’

একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ ২৪-পরগানা থেকে প্রায় আড়াই হাজার মাছ ধরা নৌকা আছে বঙ্গোপসাগরে। গত ১৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী ভারতের ৩১ মৎস্যজীবীকে আটক করে এবং দুটি নৌকা মাছ ধরা নৌকা ‘মা বাসন্তী’ ও ‘জয় জগন্নাথ’ জব্দ করে। পরে তাদের পটুয়াখালী কলাপাড়া পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়। বর্তমানে তারা পটুয়াখালীর একটি জেলে আটক।

একই সপ্তাহে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমবঙ্গে তিনটি মাছ ধরা নৌকা ‘অভিজিৎ’, ‘অভিজিৎ-৩’ ও ‘নারায়ণ’ জব্দ করে এবং ৪৮ জনকে আটক করে খুলনার মোংলা থানায় হস্তান্তর করে। একটি সূত্র দাবি করেছে, বাংলাদেশ কোস্টগার্ডের ধাওয়া খেয়ে ভারতীয় এক জেলে নিখোঁজ হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সতীনাথ পাত্রের মতে, সাম্প্রতিক আটক এবং আইনগত কার্যক্রম ২০২২ সালে যে ঘটনা ঘটেছিল তা থেকে ভিন্ন। সেবার অবৈধভাবে বাংলাদেশি জলসীমায় প্রবেশ করায় দেশটির কর্তৃপক্ষ ১৩৫ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক ও ৮টি ট্রলার জব্দ করেছিল। তিনি বলেন, ‘সে সময় মৎস্যজীবীদের একটি বড় দল বাংলাদেশে গভীরভাবে প্রবেশ করেছিল বড় ট্রলার নিয়ে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় যে পাঁচটি নৌকা বাংলাদেশে প্রবেশ করেছে সেগুলো ছোট এবং সেগুলো যাদের আটক করা হয়েছে তাদের মালিকানাধীন নয়।’

সম্প্রতি বাংলাদেশে আটক হওয়া জেলে অসিত দাসের ছেলে অভিজিৎ দাস বলেন, তাঁর পরিবার প্রায় ৩ দশক ধরে মাছ ধরে আসছে। কিন্তু এবার তাঁর বাবার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা আগে কখনোই ঘটেনি। তিনি বলেন, ‘আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের দুটি নৌকা বাংলাদেশের কর্তৃপক্ষ জব্দ করেছে। তিনি আমাদের পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী। তাই আমরা এখন এক কঠিন সংকটে আছি এবং তাঁর মুক্তির জন্য সবার আকুল সাহায্য প্রার্থনা করছি।

অভিজিৎ পশ্চিমবঙ্গের কলকাতার একটি প্রতিষ্ঠান আইন শাস্ত্র অধ্যয়ন করছেন। তিনি জানান, তিনি আরও দুজনকে নিয়ে বাংলাদেশে যাবেন এবং তাঁর বাবা ও আটক অন্যান্যদের জন্য আইনগত সহায়তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করবেন।

এর আগে, গত ২২ অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের মুক্তি দেওয়ার আহ্বান জানা। সে সময় তিনি বলেছিলেন, তাঁর সরকার রাজ্যের মৎস্যজীবীদের ফিরে আসার লক্ষ্যে কাজ করছে।

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

মহাকুম্ভ মেলায় ভাইরাল কে এই ‘সুন্দর সাধ্বী’

মধ্যপ্রদেশে বিয়ে নিয়ে দ্বন্দ্বে মেয়েকে গুলি করে মারলেন বাবা

সেকশন