Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে পাঁচতলা ভবন ধসে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মহারাষ্ট্রে পাঁচতলা ভবন ধসে ৭ জনের মৃত্যু

ঢাকা: ভারতের মহারাষ্ট্রের থানে জেলার উল্লাসনগরে পাঁচতলা ভবনের একাংশ ধসে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে আচমকাই বাড়িটির একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের ভেতরে এখনো ৪ থেকে ৫ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

মহারাষ্ট্রের উল্লাসনগর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটে নেহরু চক এলাকার সাই সিদ্ধি নামের ভবনে। পাঁচতলা ওই বিল্ডিংয়ের একদম উপরের তলা থেকেই একটি অংশ ধসে পড়ে। এতে চাপায় পড়ে যান অন্তত ১২-১২ জন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় ৭ জনের। চিকিৎসকেরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধ্বংসস্তূপের ভেতরে কতজন আটকে আছেন, তা নিশ্চিত করে এখনো বলা যায়নি। তবে মনে করা হচ্ছে সব মিলিয়ে এখনো অন্তত ৪-৫ জন চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের ভেতরে।

থানে পৌর করপোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সন্তোষ কাদাম ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে লেন, নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ এবং একজন বালক রয়েছে। ২৬ বছরের পুরোনো ভবনটিতে ২৯টি ফ্ল্যাট ছিল।

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের