হোম > বিশ্ব > ভারত

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করল পুলিশ 

অনলাইন ডেস্ক

ভারতের সিকিম রাজ্যের এক পুলিশ সদস্য তাঁরই ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। প্রবীণ রায় নামে ওই পুলিশ সদস্যের দাবি, ওই ৩ সদস্য তাঁর স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছিল। দেশটির রাজধানী নয়া দিল্লির হায়দারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়া দিল্লির ওই ঘটনার পর প্রবীণ রায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ওই ব্যক্তিসহ তাঁর তিন সহকর্মীকে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের আওতায় দিল্লিতে মোতায়েন করা হয়েছিল। স্থানীয় একটি পানির পাম্পের নিরাপত্তা নিশ্চিত করতেই মোতায়েন করা হয়েছিল। 

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার প্রণব তায়াল বলেছেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পাওয়া যায় সিকিম পুলিশের ৩ সদস্য পড়ে রয়েছেন। তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় বিএসএ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।’ 

পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক বলেছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায় জানিয়েছেন, তাঁর ওই ৩ সহকর্মী তাঁর স্ত্রীকে নিয়ে ক্রমাগত নোংরা মন্তব্য করে তাঁকে মানসিকভাবে হয়রানি করছিল।’ 

দিল্লির এই ঘটনাটি ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের এমনই এক ঘটনার মাত্র দুই দিন পর ঘটল। কাশ্মীরের ওই ঘটনায় ইন্দো–তিব্বতীয় বর্ডার পুলিশের এক জওয়ান তাঁর ৩ সহকর্মীকে গুলি করে আহত করে এবং নিজেও গুলিতে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে কাশ্মীরের উধামপুরে জেলায় গত রোববার।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন