ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদে দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
উজান আসামের যোরহাট জেলায় নিমাতিঘাটের কাছে বুধবার দুপুরে ভয়াবহ এ ফেরি দুর্ঘটনার খবর পাওয়া যায়। বর্ষায় এমনিতেই ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ এলাকা বানভাসি। এরই মধ্যে এমন ফেরি দুর্ঘটনার সাক্ষী হলো দেশটি।
জানা যায়, এশিয়ার সবচেয়ে বড় নদী ব-দ্বিপ মাজুলি থেকে নিমাতিঘাটের দিকে আসছিল যাত্রীবাহী ফেরি মা কমলা। এ সময় উল্টো দিক থেকে আসা টিপকাই নামের আরেকটি ফেরি ডাঙা থেকে ১০০ মিটার দূরে মা কমলাকে ধাক্কা দেয়। এতে ১৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে পানিতে ডুবে যায় মা কমলা। দুর্ঘটনার পর বহু মানুষ সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও চল্লিশটির মতো মোটরসাইকেল ডুবে যায়।
স্থানীয়দের আশঙ্কা, এ ঘটনায় ৬৫ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে নেমেছেন। স্থানীয়রাও তাঁদের সাহায্য করছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই দুর্ঘটনার খবর পেয়েই রাজ্যের মন্ত্রী বিমল বরাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। মাজুলি ও যোরহাট জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজে সহযোগিতা করছে। মুখ্যমন্ত্রী নিজেও বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন।