Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ধর্ষণের শিকার নারীকে বিবস্ত্র হতে বললেন রাজস্থানের ম্যাজিস্ট্রেট, ফাঁসলেন মামলায়

অনলাইন ডেস্ক

ধর্ষণের শিকার নারীকে বিবস্ত্র হতে বললেন রাজস্থানের ম্যাজিস্ট্রেট, ফাঁসলেন মামলায়

ভারতে ধর্ষণের শিকার দলিত সম্প্রদায়ের এক নারীকে বিবস্ত্র হতে বলেছিলেন রাজস্থানের কারাউলি জেলার একজন ম্যাজিস্ট্রেট। জবানবন্দি নেওয়ার সময় আঘাত দেখতে সেই নারীকে কাপড় খুলতে বলেন সেই ম্যাজিস্ট্রেট। পরে ধর্ষণের শিকার সেই নারীর অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আজ বুধবার কারাউলির ডেপুটি এসপি (এসটি-এসসি) সেল মিনা মীনা বলেছেন, ধর্ষণের শিকার নারী ৩০ মার্চ অভিযোগ দায়ের করেছেন, হিন্দাউন আদালতের ম্যাজিস্ট্রেট তাঁকে আঘাত দেখানোর জন্য কাপড় খুলতে বলেছিলেন।

এই কর্মকর্তা আরও বলেন, ‘তিনি (দলিত সম্প্রদায়ের নারী) কাপড় খুলতে অস্বীকৃতি জানান। গত ৩০ মার্চ আদালতে তাঁর বিবৃতি রেকর্ড করার পর সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তিনি অভিযোগ নথিভুক্ত করেন। কোতোয়ালি থানায় আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।’

অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আইপিসি এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩৪৫ ধারার (ভুলভাবে আটকে রাখা) অধীনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দলিত সম্প্রদায়ের সেই নারী গত ১৯ মার্চ ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে ২৭ মার্চ হিন্দাউন সদর থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র