Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

লোকসানের মুখে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি

অনলাইন ডেস্ক

লোকসানের মুখে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি

চাহিদা হ্রাস পাওয়ায় ভারতের রাষ্টয়াত্ত বিদ্যুৎ কোম্পানির (পিজিআরডি) মুনাফা বছরের প্রথম চারমাসে ৫ শতাংশের বেশি কমেছে। চলতি বছর জুনের শেষ সপ্তাহে কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৩৫ দশমিক ৯৭ বিলিয়ন রুপি। যেখানে গত বছরে এই মুনাফার অঙ্ক ছিল ৩৮ দশমিক ১ বিলিয়ন রুপি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গ্রীষ্মকালে বিদ্যুৎ চাহিদা বাড়লেও বর্ষার দিকে (এপ্রিল-জুন) এ চাহিদা হ্রাস পায়। ত্রৈমাসিক হিসেব অনুযায়ী, জুনের শেষ সপ্তাহে পাওয়ার গ্রিডের আয় ১.৩% বেড়েছে। এ সময় সর্বমোট রাজস্ব হয়েছে ১১০ দশমিক ৪৮ বিলিয়ন রুপি। এই সময়েই প্রতিষ্ঠানটির ট্রান্সমিশন ব্যবসা ১.২% বৃদ্ধি পেয়েছে।

ব্রোকারেজ ইলারা ক্যাপিটালের গবেষণা বিশ্লেষক রুপেশ বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে বিদ্যুতের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।’

এক বছর আগে প্রতিষ্ঠানটির নিট মুনাফার হার ৩৫ শতাংশ ছিল। যা এ বছর কমে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। 

অ্যান্টিক স্টক ব্রোকিংয়ের গবেষণা বিশ্লেষক রোহিত নটরাজন বলেন, প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ বর্তমানের আফ্রিকায় বিদ্যুৎ রপ্তানি ও হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে মূলধন ব্যয় করছে বলে জানিয়েছে।

পাওয়ার গ্রিডের পরিচালনা পর্ষদ তিনটি শেয়ারের জন্য একটি বোনাস শেয়ার ইস্যু করার সুপারিশ করেছে। এতে কোম্পানির শেয়ার ৩ দশমিক ৪ শতাংশ বন্ধ হয়ে গেছে।

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ