হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙন অব্যাহত

কলকাতা প্রতিনিধি

ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের। 

পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙনের মধ্যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বিজেপির আরেক নেতা ও সাবেক লোকসভা সদস্য অনুপম হাজরার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি—আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়ের পরই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে। 

পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন দেখা দিলেও জাতীয় পর্যায়ে দারুণ সময় পার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গত কয়েক বছর নির্বাচনে জয়লাভকে অভ্যাসে পরিণত করেছে বিজেপি। তবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বিগত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উল্টো ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরেই। 

এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও। 

তবে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অর্জুন সিং দলত্যাগ করায় কোনো ক্ষতি হবে না। কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন অনুপম হাজরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ক্ষতি হবে না বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে যে ক্ষতি হয়ে গেল সেটা মানতে শেখা উচিত।’ 

এদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিজেপি এখন জনবিচ্ছিন্ন একটি দল, তাই কেউ সেখানে থাকতে চাইছে না। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি