অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছে। আজ রোববার উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর এলাকার এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে আশেপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয়দেরা এনডিটিভিকে বলেছে, বেশ কয়েক মাস ধরে অবৈধভাবে কারখানাটি চলছিল। এতে স্থানীয় পুলিশ ও স্থানীয় রাজনৈতিকদের যোগসাজশ রয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।