হোম > বিশ্ব > ভারত

মাথা মুড়িয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক

মাথা মুড়িয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। গতকাল মঙ্গলবার তিনি এমনটি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিধায়ক আশিস দাস কলকাতার কালীঘাটে এসে আদি গঙ্গার পাড়ে বসে মাথা মুড়িয়ে বিজেপি ত্যাগ করেছেন। এ সময় তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়া আমার অপরাধ হয়েছিল। আমি তার প্রায়শ্চিত্ত করছি।  জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি ক্ষমতা না ছাড়া পর্যন্ত মাথায় আর চুল রাখবেন না তিনি। 

বিজেপি বিধায়কের এই গল্পে অবশ্য চূড়ান্ত অস্বস্তিতে ত্রিপুরার বিজেপি শিবির। 

তবে তাদের নেতা সুব্রত চক্রবর্তী বলছেন, আশিস দাস আসলে এই সিদ্ধান্ত নিয়ে অপমান করলেন তাঁর ভোটারদের। যাঁদের দয়ায় তিনি নির্বাচিত হয়ে এসেছেন।

ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস দল ছাড়ার কথা ঘোষণা করলেও এখনই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিজেপি জানিয়েছে, আশিস দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ত্রিপুরাসহ আরও কিছু রাজ্যের বিজেপি নেতারা প্রায়শ্চিত্ত করতে চান। বিজেপি ত্যাগ করতে চান। আশিস দাস অনুভব করেছেন, মানুষ কী চাইছেন আর কী চাইছেন না। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। 

উল্লেখ্য, সম্প্রতি ভবানীপুরের উপনির্বাচনে জেতায় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন আশিস দাস। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক মানুষ ও সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চান এবং এই পদে তাঁর যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি একজন বাঙালি। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি