Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় শীর্ষে উঠল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় শীর্ষে উঠল বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় শীর্ষে উঠেছে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের পর এ দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ প্রতিবেশী দেশটি ভ্রমণ করেছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয় ছয় মাসের পর্যটনের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ২১ দশমিক ৫৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৭ দশমিক ৫৬ শতাংশ পর্যটক।

এই ছয় মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। 

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া পর্যটকের সংখ্যার শীর্ষ তালিকার অন্য দেশগুলো হল— যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ