Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

অনলাইন ডেস্ক

সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম
তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি২’ ড্রোন। ছবি: সংগৃহীত

সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে গুজব ছড়াচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। হিন্দি ভাষার পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই গুজব ছড়ানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতায় বিশেষভাবে পরিচিত। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (আইডিআরডব্লিউ) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে ১২টি বায়রাকতার টিবি ২ ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি (ডিটিবি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ৬৭তম ইউনিট পরিচালনা করছে। এগুলো মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ (আইএসআর মিশন) এবং ছোট হামলার কাজে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই ড্রোন সংগ্রহ করা হয়েছে। এটি বাংলাদেশের উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার