হোম > বিশ্ব > ভারত

এবার আসামে ধর্ষণের পর কিশোরীকে ফেলে যাওয়া হলো রাস্তার পাশে 

একের পর এক ধর্ষণের ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছে ভারত। উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রাস্তার পাশ থেকে উদ্ধার হলো এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। আশঙ্কা করা হচ্ছে, ধর্ষণের শিকার হয়েছিল ওই কিশোরী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের নগাঁও জেলার একটি এলাকায় কে বা কারা রাস্তার পাশে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে ফেলে যায়। পরে স্থানীয়রা দশম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালে কিশোরীটির চিকিৎসা চলছে। তবে সে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এ ছাড়া ওই কিশোরী ধর্ষণ বা অন্য কোনো শারীরিক আক্রমণের শিকার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন এখনো আসেনি। 

স্থানীয়রা জানিয়েছে, কিশোরীটিকে একটি পুকুরের পাশে আধা চেতন অবস্থায় পাওয়া যায়। পাশে তার সাইকেলটিও পড়ে ছিল। অনুমান করা হচ্ছে, কিশোরীটি যখন কোচিং ক্লাস থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল, তখনই এ ঘটনা ঘটে। আরও জানা গেছে, স্থানীয়রা উদ্ধার করার আগে কিশোরীটি ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা যাবৎ পড়ে ছিল। 

 স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কিশোরীটি রাস্তার পাশে পড়ে ছিল। আমরা তার কাছে জানতে চাই কী ঘটেছে। কিন্তু সে ঠিকমতো কথা বলতে পারছিল না। সে কেবল এটুকু জানিয়েছে, তিন কিশোর তাকে ধর্ষণ করেছে। 

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে নগাঁওয়ের নাগরিক সমাজ বিক্ষোভ শুরু করে দিয়েছে। তারা জেলায় একটি বন্ধ বা হরতাল ডেকেছে এবং দাবি করেছে, এ ঘটনার সঙ্গে তিন কিশোর জড়িত এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের ধরতে হবে। এ ছাড়া, আজ শুক্রবার সারা দিন ওই এলাকার দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার বন্ধ থাকবে। এলাকায় পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি