হোম > বিশ্ব > ভারত

কলকাতা ও হাওড়ায় পৌর নির্বাচন ১৯ ডিসেম্বর

কলকাতা প্রতিনিধি

কলকাতা ও হাওড়ায় পৌর নির্বাচন হবে আগামী ১৯ ডিসেম্বর। ভোট গণনা করা হবে ২২ ডিসেম্বর। রাজ্য সরকারের প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে বলে জানা গেছে। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌর সংস্থার নির্বাচিত সদস্যদের মেয়াদ বহু আগেই শেষ। কিন্তু করোনার কারণে এত দিন ধরে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্য সরকার পৌর নির্বাচন করতে রাজি হয়েছে। তবে প্রথম রাজ্যের সবচেয়ে বড় দুটি পৌর সংস্থা কলকাতা ও হাওড়া করপোরেশনের নির্বাচন হবে। 

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দাবি, গোটা রাজ্যে সবকটি পৌর সংস্থার একসঙ্গে নির্বাচন করতে হবে। এরই মধ্যে পৌর নির্বাচন নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। 

সিপিএমও দাবি করেছে, শুধু দুটি পৌর সংস্থাতে নয়, গোটা রাজ্যেই একসঙ্গে সব কটি পৌরসভার ভোট করতে হবে। শুধুমাত্র কলকাতা ও হাওড়ার পৌর নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে বামেরা মনে করেন। 

কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দাবি, রাজ্য সরকারের মর্জিমতো নির্বাচন হলেও সেখানে মানুষের ভোটদানের অধিকার আদৌ থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন। 

তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা দাবি, বিরোধীরা হেরে ভূত হওয়ার ভয়ে এখন মায়াকান্না কাঁদছে। হাওড়া ও কলকাতার পর বাকি পৌর সংস্থারও ভোট হবে।      

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি