Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মোদি ও মমতা

প্রতিনিধি, কলকাতা

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মোদি ও মমতা

গতকাল বুধবার বিখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকা প্রকাশ করা হয়। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তালিকায় রয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনেওয়ালা। 

টাইম ম্যাগাজিনে প্রকাশ হওয়া ১০০ জনের তালিকায় আরও রয়েছেন-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তালিবানদের শীর্ষ নেতা আব্দুল গনি বারাদার। 

প্রতিবারের মতো এবারও তালিকায় প্রভাবশালীদের নিয়ে আলাদা আলাদা প্রবন্ধ প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। বিশিষ্ট সাংবাদিকরা মনোনীত প্রভাবশালীদের কর্মকাণ্ডের বর্ণনা দেন। 

নরেন্দ্র মোদির বিষয়ে বলা হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তাঁর কন্যা ইন্দিরা গান্ধীর মতোই নরেন্দ্র মোদিও দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারে সক্ষম। তবে তাঁর আমলে মুসলিমদের অধিকার খর্ব হচ্ছে। 

সিএনএন-এর সাংবাদিক ফরিদ জাকারিয়া মোদির সম্পর্কে লিখেছেন, ভারতে তাঁর আমলে ধর্মনিরপেক্ষতার আদর্শচ্যুতি ঘটিয়ে হিন্দুত্ব মাথাচাড়া দিয়েছে। সাংবাদিকদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

সাংবাদিক বর্খা দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লিখেছেন। তিনি মমতাকে ভারতের রাজনীতিতে প্রতিবাদের মুখ হিসেবে তুলে ধরেন। মমতাকে ঘিরেই নরেন্দ্র মোদি বিরোধী জোটের সম্ভাবনার কথাও লিখেছেন তিনি। রাস্তার যোদ্ধা হিসেবে মমতার ভাবমূর্তি, তাঁর সততা এবং নিজস্ব রাজনৈতিক ভঙ্গি মমতাকে গোটা দেশেই জনপ্রিয় করে তুলেছে বলেও মনে করেন তিনি। তাঁর মতে, তৃণমূল নয়, পশ্চিমবঙ্গে মমতার কাছেই হেরেছে বিজেপি। 

টাইম ম্যাগাজিনে ভূয়সী প্রশংসা করা হয়েছে সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনেওয়ালার। বলা হয়েছে, মহামারি এখনো শেষ হয়নি। কিন্তু পুনেওয়ালা মহামারি শেষ করার জন্য সময়োপযোগী কাজ করে চলেছেন।   

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ