হোম > বিশ্ব > ভারত

ভারত উপকূলে মালবাহী জাহাজে ড্রোন হামলা, ৩ যুদ্ধজাহাজ মোতায়েন 

অনলাইন ডেস্ক

ভারত মহাসাগরে ভারতের উপকূল থেকে ৪০০ কিলোমিটার দূরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এমভি চেম প্লুটো নামের ওই জাহাজে ২০ জন ভারতীয়সহ ২১ জন ক্রু ছিল। এ ঘটনার পর ঘটনাস্থলের আশপাশে তিনটি ভারতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গতকাল সোমবার এমভি চেম প্লুটোয় ড্রোন হামলার ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। হামলার খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ডের বিক্রম নামের একটি জাহাজ এসকর্ট করে চেম প্লুটোকে মুম্বাই বন্দরে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মুম্বাই বন্দরে আসার পর ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ দল জাহাজটি পরিদর্শন ও তদন্ত করে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এ ছাড়া যেখানে হামলার ঘটনা ঘটেছিল, সেখান থেকে বিভিন্ন আবর্জনা, নমুনা সংগ্রহ করা হয়েছে অধিকতর তদন্তের জন্য। 

এদিকে ভারতের জলসীমার কাছে বাণিজ্যিক জাহাজে এমন হামলার ঘটনায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে ভারতীয় নৌবাহিনী। এ অবস্থায় এই অঞ্চলে ডিটারেন্স বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনী তিনটি যুদ্ধজাহাজ ও একটি উদ্ধারকারী বিমান মোতায়েন করেছে। মোতায়েন করা যুদ্ধজাহাজ তিনটি হলো—আইএনএস মরমুগাও, আইএনএস কোচি ও আইএনএস কলকাতা। 

অন্যদিকে, মুম্বাইয়ে আনার পর এমভি চেম প্লুটোর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালায় জাহাজটির মালিক প্রতিষ্ঠান। এমভি চেম প্লুটো লাইবেরিয়ার পতাকাবাহী জাপানি মালিকানাধীন ও নেদারল্যান্ডস থেকে পরিচালিত রাসায়নিক পরিবহনকারী একটি মাদার ভেসেল।

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

সেকশন