হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে পিকআপ উল্টে ১৪ জন নিহত, আহত অন্তত ২১ 

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি নামক এলাকায় একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন গ্রামবাসী একটি অনুষ্ঠান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে রাত দেড়টার দিকে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গ্রামবাসীদের বহনকারী পিকআপটি উল্টে যায়।

স্থানীয় মানুষ এবং পুলিশ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর ও পুলিশ সুপার।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে সাহায্যের ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি তদারক করতে ডিন্ডোরি পৌঁছাবেন রাজ্যের মন্ত্রী সাম্পাতিয়া উইকে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের আত্মার শান্তি এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।’

পোস্টে আরও বলা হয়, ‘মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ মন্ত্রী সাম্পাতিয়া উইকে ডিন্ডোরিতে পৌঁছেছেন।’

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি