হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে পিকআপ উল্টে ১৪ জন নিহত, আহত অন্তত ২১ 

অনলাইন ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি নামক এলাকায় একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন গ্রামবাসী একটি অনুষ্ঠান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে রাত দেড়টার দিকে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গ্রামবাসীদের বহনকারী পিকআপটি উল্টে যায়।

স্থানীয় মানুষ এবং পুলিশ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর ও পুলিশ সুপার।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে সাহায্যের ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি তদারক করতে ডিন্ডোরি পৌঁছাবেন রাজ্যের মন্ত্রী সাম্পাতিয়া উইকে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের আত্মার শান্তি এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।’

পোস্টে আরও বলা হয়, ‘মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ মন্ত্রী সাম্পাতিয়া উইকে ডিন্ডোরিতে পৌঁছেছেন।’

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন