হোম > বিশ্ব > ভারত

করোনা প্রতিরোধে ভারতে প্রথম নাকের ড্রপ

করোনা প্রতিরোধে টিকার পর এবার নাকের ড্রপ বাজারে আনল ভারতীয় ওষুধ কোম্পানি ভারত বায়োটেক। নাকের এই ড্রপের নাম ইনকোভ্যাক। এটি প্রয়োগে শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে বলে দাবি প্রস্তুতকারকদের। নাকে নেওয়ার কারণে নাসিকা গহ্বর ও এর ওপরের শ্বাসনালির রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে, ভাইরাস সাধারণত নাক দিয়েই শরীরে প্রবেশ করে থাকে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং ভারত বায়োটেকের তৈরি করোনার নাকের ড্রপটি উদ্বোধন করেন। 

এর আগে গেল নভেম্বরে জরুরি ক্ষেত্রে করোনার বুস্টার ডোজ হিসেবে নাকের ড্রপ ইনকোভ্যাকের অনুমোদন দিয়েছিল ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-সিডিএসসিও। আর ডিসেম্বরে নিয়মিত দুই ডোজের অনুমোদন দেওয়া হয়। দুই ডোজের মাঝে ব্যবধান রাখতে হবে ২৮ দিন। 

ভারতে সরকারিভাবে এই ড্রপের এক ডোজের দাম পড়বে ৩২৫ রুপি। আর বেসরকারি হাসপাতালে এই ড্রপ নিলে একেকটি ডোজের দাম পড়বে ৮০০ রুপি। 

ভারত বায়োটেকের চেয়ারম্যান ড. কৃষ্ণা এলা জানান, ইনকোভ্যাক প্রয়োগ খুবই সহজ। কোনো রকমের সুচ বা সিরিঞ্জ ব্যবহারের প্রয়োজন পড়বে না। এটি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে জানান তিনি। 

ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়, ইতিমধ্যে তিন দফায় ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে ইনকোভ্যাকের। প্রতিবারই সফলতা পাওয়ার দাবি করেছে ওষুধ কোম্পানিটি। 

ভারতে নাগরিকদের ২০০ কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। দেশটির ৭০ শতাংশের বেশি মানুষ অন্তত দুই ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি