হোম > বিশ্ব > ভারত

পোশাকের জন্য নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি, চাকরি হারালেন যুবক 

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকের কারণে নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি দেন বেঙ্গালুরুর যুবক নিকিত শেট্টি। এর জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘খারাপ পোশাক’ পরার কারণেই নারীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী শাহবাজ আনসার। 

সাংবাদিক শাহবাজ আনসার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে টুইটারে লিখেন, ‘অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি। সে কারণেই সরাসরি সে আমার স্ত্রীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়েছে। আপনারা দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। আমার স্ত্রীকে বাঁচান। নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে।’ 

নিকিতের কোম্পানি এটিওস সার্ভিসেস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই নিকিতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের কর্মী, নিকিত শেট্টি এক নারীর পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর জন্য দুঃখিত। এরই মধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’  

পাশাপাশি কোম্পানিটি স্পষ্ট বলেছে, ‘আমরা চাই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। সে কারণে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিয়েছি। পাঁচ বছরের জন্য নিকিতের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছেও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।’ 

কোম্পানির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনগত পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন।

ভারতীয় ন্যায়সংহিতার (বিএনএস) ১২৪ ধারায় অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে আক্রমণের সঙ্গে জড়িত অপরাধের শাস্তির বিধান বর্ণিত আছে। এই ধারায় এসিড হামলার মাধ্যমে স্থায়ী ক্ষতি বা গুরুতর ক্ষতি করার জন্য গুরুতর জরিমানা আরোপ করা হয়েছে, যার মধ্যে ভুক্তভোগীর চিকিৎসা খরচ মেটানো, যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন