হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের জন্য অর্থ ছাড় করাতে মোদির সঙ্গে মমতার বৈঠক 

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে আটকে থাকা বেশ কয়েকটি প্রকল্পের অর্থ ছাড় ত্বরান্বিত করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করেন মমতা। স্থানীয় সময় আজ শুক্রবার দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের জন্য বহুল কাঙ্ক্ষিত প্রকল্প। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এক চিঠির বিষয়ে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে এসব তহবিল দ্রুত ছাড় করতে অনুরোধ জানিয়েছি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে—এমজিএনআরইজিএ, পিএম আবাস যোজনা এবং পিএম সড়ক যোজনা...এসব প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় ১৭ হাজার ৯৯৬ কোটি রুপি বাকি রয়েছে।’ 

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘এ ছাড়াও অনেক উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ প্রায় ১ লাখ ৯৬৮ দশমিক ৪৪ কোটি রুপিও বাকি রয়েছে। এত বড় অঙ্কের বকেয়া থাকায় রাজ্য পরিচালনা এবং রাজ্যের জনগণের জন্য প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।’ 

এর আগে, গত জুন মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র অভিযোগ করে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোর জন্য সমন্বিত বকেয়া যা রুপির হিসেবে ২৭ হাজার কোটি রুপি ছাড় করছে না। 

এসব বিষয়ের বাইরেও মোদি–মমতা বৈঠক আরও একাধিক কারণে গুরুত্বপূর্ণ। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। এই বিষয়ে তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করে এবং বিরোধীদের মুখ বন্ধ করতেই এই গ্রেপ্তার করেছে। 

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন